রাজশাহী বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


ধামইরহাটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ২২:৪০

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ০৯:১১

ছবি: পুষ্পার্ঘ্য অর্পণ

নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬ টায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কেক কাটার মধ্য দিয়ে জন্ম দিবসটি উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা শ্রমীক লীগের সহসভাপতি ছাকোয়াদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রচার সম্পাদক আব্দুর রশিদ দোলন, দপ্তর সম্পাদক রাজু আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top