রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সাপাহারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ০৪:১৯

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৬:২৫

ছবি: সংলাপ

নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ‘‘স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবা” বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড’র সহযোগিতায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এসময় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর অনিতা রানীর সঞ্চালনায় দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় একটি গ্রাম্য আন্দোলন” প্রকল্পের আওতায় প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার জয়নুব সোহাগী প্রমূখ।

এসময় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, উপকারভোগী দলের সদস্য, গণমাধ্যমকর্মী সহ গণগবেষক সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top