রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


নওগাঁয় নদীতে ডুবে নিখোঁজ শিশু


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ০৪:১২

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১০:৫৮

ফাইল ছবি

নওগাঁর আত্রাইয়ে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে আঁখি (১১) নামের এক শিশু। শিশু আঁখি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের তনশিয়ালা গ্রামের আশরাফুল ইসলামের কন্যা।

জানা যায়, আঁখি তার মায়ের সাথে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে আসে। সেখানে মঙ্গলবার বাড়ি সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি।

এদিকে সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরীদল এসে আত্রাই নদীতে উদ্ধার তৎপরতা চালায়। আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ লেখা পর্যন্ত ডুবুরীদল নিখোঁজ আঁখিকে উদ্ধার করতে পারেনি।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top