রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে অগ্নিকান্ডে দেড় লাখ টাকার ক্ষতি


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ০৫:২৬

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৪

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা গ্রামের এক অসহায় বিধবা নিলুফার ঘরে অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনায় দুইটি গরু, একটি ছাগল, সাতটি মুরগী আগুনে পুড়ে মারা গেছে। নিলুফা ওই গ্রামের মৃত জাকির হোসেনের স্ত্রী ।

বিধবা নিলুফা জানান, রবিবার রাতে বাড়ীতে গরু-ছাগল, মুরগী তুলে তালা দিয়ে মেয়ের বাড়ীতে চলে যান তিনি। ফজরের নামাজের সময় প্রতিবেশির লোকজন বের হয়ে দেখতে পান বাড়ীতে আগুন জ্বলছে। নিলুফা জানান, তার পড়নে যতটুকু কাপড় আছে এর বাহিরে আর কিছু নেই। প্রায় ৮০/৯০ হাজার টাকা মূল্যের একটি গাভী-বাছুর, একটি ছাগল, মুরগী, কাপড়-চাল, ডাল, আসবাবপত্রসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে।

নিলুফার মেয়ে মমতা জানান, গ্রামের কোন লোকজনের সাথে মায়ের কোন শত্রুতা নেই কিন্তু তার পরেও কিভাবে আগুন ধরলো তা বলতে পারছিনা। তবে তিনি সন্দেহ করে বলেন, হয়তো কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে।

রাণীনগর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে সেখানে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top