ধামইরহাটে নতুন ওসির যোগদান

নওগাঁর ধামইরহাটে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে কে.এম রাকিবুল হুদা। বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে রাতে ধামইরহাট থানায় যোগদান করেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ নামক থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন এবং তার দেশের বাড়ি পাবনা জেলার সদর এলাকার আলহেরা নামক এলাকায়।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রাকিবুল হুদা মুঠোফোন জানান, ধামইরহাট থানায় যোগদানের পর সর্বপ্রথম সাধারণ জনগণের নিকট নিজেকে একজন আস্থার প্রতীক গড়ে তুলতে চাই। সকলের দোয়ায় আইনশৃঙ্খলা উন্নতির মধ্য দিয়ে ধামইরহাটকে একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: