ধামইরহাটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ সরকারের চতুর্থবারের মতো নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাবিনা এক্কা, যুবলীগ নেতা ইনজামুল হক শিমুল, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর মো. মাহবুব আলম বাপ্পি, সভানেত্রী আঞ্জু আরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবিব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুুখ।
পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষুধি গাছের ৭৫টি চারা রোপণ করা হয়।
আরপি/এসআর-১২
বিষয়: ধামইরহাট শেখ হাসিনা জন্মদিন
আপনার মূল্যবান মতামত দিন: