রাজশাহী বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২২:২১

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১২:১০

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮টায় মহাদেবপুর-ছাতড়া সড়কের লক্ষণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হানিফ উপজেলার হাতুড় ইউনিয়নের মোহালী গ্রামের আফিজ উদ্দিনের ছেলে এবং ওই ইউপির ছয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী আবদুল লতিফ (২৩) ও মকবুল হোসেন (১৭) আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন আরোহী জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকা থেকে মহাদেবপুর ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হানিফ সেখানে মারা যায়। আহত দু’জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top