রাণীনগরে রুপালী ব্যাংক শাখার উদ্বোধন

রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক হিসেবে রুপালী ব্যাংক লিমিটেড এর ৫৮৫ তম নওগাঁর রাণীনগর শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরে থানা গেটের সামনে খাঁন মার্কেটে এই ব্যাংক শাখার উদ্বোন করা হয়। এলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালী উদ্বোধন করেন রুপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। উদ্বোধন শেষে নওগাঁ জোনাল অফিসের ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মাহবুবুল ইউনুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রুপালী ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, পাবনা জোনাল অফিসার নিজাম উদ্দীন, রাজশাহী জোনাল অফিসার এমএমজি তোফায়েল, খাঁন ট্রেডার্সের মালিক নয়ন খাঁন লুলু, সোনালী মৎস্য খামারের মালিক আনোয়ার হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস ছোবহান, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম প্রমূখ।
আরপি/এসআর-১৬
বিষয়: রাণীনগর রুপালী ব্যাংক
আপনার মূল্যবান মতামত দিন: