সাহিত্য সংগঠন ‘আটচালা’র সভাপতি টগর সম্পাদক তুহিন
-2021-09-20-15-58-06.jpg)
নওগাঁয় সাহিত্য সংস্কৃতির আঁতুরঘর খ্যাত সংগঠন আটচালার বার্ষিক নির্বাচনে সভাপতি টগর মেহেদী ও সাধারন সম্পাদক অনিন্দ্য তুহিন নির্বাচিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অস্থায়ী কার্যালয় আলুহাটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ছিলেন, কবি ও সম্পাদক সুমন সৈকত।
‘ভোটার যিনি,প্রার্থীও তিনি’। সেই হিসেবে ১৪ জন নির্বাহী সদস্যের প্রত্যেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪টি ভোটের মধ্যে সাত ভোট পেয়ে গল্পকার টগর মেহেদী সভাপতি এবং নয় ভোট পেয়ে কবি অনিন্দ্য তুহিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
টগর মেহেদী অগ্রনী ব্যাংকের সিনিয়ন প্রিন্সিপাল অফিসার হিসেবে নওগাঁ শাখায় কর্মরত আছেন। পাশাপাশি অবসর সময়ে গল্প ও কবিতা লিখেন। লেখক মহলে তিনি গল্পকার টগর মেহেদী নামে পরিচিত। অনিন্দ্য তুহিন নওগাঁ সরকারী কলেজ হতে বাংলা বিভাগে অনার্স ও মার্স্টাস শেষ করে সাংবাদিকতা ও পরিবেশন ব্যাবসা করছেন। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা লিখেন এবং সলক নামে একটি সাহিত্য বিষয়ক ছোটকাগজের সম্পাদনা করেন।
উল্লেখ্য, শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠন আটচালা ২০১২ সালে ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: