রাজশাহী রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


আত্রাইয়ের বিশা ইউনিয়ন

গ্রামীণ সড়কে তালগাছ রোপণ: বছরে কোটি টাকা আয়ের সম্ভাবনা


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ০১:২১

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২১ ০৪:১৩

ছবি: তালগাছ রোপণ

পরিবেশবান্ধব, জীববৈচিত্র্য রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীণ সড়কের পাশে তাল গাছ রোপণ করে বছরে কোটি কোটি টাকা বাড়তি আয় করা সম্ভব। এ বাড়তি আয়ের পথ খুলে গেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার হরিপুর-সুদরানা গ্রামবাসীর। ব্যতিক্রমী এ উদ্যোগটি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। তিনি ফোর-জি গতির যুগেও ধীর গতিতে বেড়ে ওঠা তাল গাছকে দেখছেন ভিন্নভাবে। তার পরিকল্পনায় নেয়া হয়েছে গ্রামীণ সড়কের দুই পাশে তাল গাছ রোপণ প্রকল্প। এ আধুনিক যুগে এসে জলবায়ূ পরিবর্তনে গ্রাম বাংলার তাল গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। সমাজে এ কথা প্রচলন রয়েছে যে তাল গাছের বৃদ্ধি অনেক ধীর গতি বলে তালের চারা রোপন করে ওই গাছের তাল খাওয়া নাকি ভাগ্যের ব্যাপার ।যার ফলে বতমানে ফোর-জি ইন্টারনেটের যুগে এ তাল গাছ রোপন কারো কোন আগ্রহ নেই।হাই ব্রীড যত ফলদ ও বনজ গাছ আছে সে সব গাছের চারা রোপন নিয়েই ব্যস্ত সবাই।

তিনি ইতিপূবে বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে পরীক্ষামূলক কয়েক শত তাল গাছের চারা রোপণ করে ব্যাপক সাফল্য দেখতে পান। এরই ধারাবাহিকতায় উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর-সুদরানা পাকা সড়ক পযর্ন্ত তিন কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পাশে দশ থেকে পনের ফুট দূরত্বে প্রায় তিন হাজার তালের চারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় ও বিশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে তালের চারা রোপনের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে চারা রোপনের সময় স্থানীয় গ্রামবাসীর স্বতস্ফুত অংশ গ্রহন এবং নিজের জমিতে,পুকুরের চারি পাশে তাল গাছের চারা রোপনে উদ্যোগী হতে দেখা গেছে।হাটিকালচার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের উৎপাদিত একটি তালগাছ পরিপূর্ণ হতে বা গাছে তাল ধরতে সময় নেয় আট থেকে দশ বছর।

এরপর নিয়োমিতভাবে প্রতি বছর তাল ধরতে থাকবে। বর্তমানে সারাদেশে তালগাছের সংকট থাকায় ইউনিয়নবাসীকে তালগাছ রোপণের আহ্বান জানান আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো .ইকতেখারুল ইসলাম।

শনিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর-সুদরানা গ্রামীণ সড়কে তালগাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মেহেদি হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্যা, নওগাঁ জেলা ছাত্র লীগনেতা হিমেল,বিশা আওযামী লীগনেতা আবুল কাশেম,ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান প্রমূখ।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top