রাণীনগরের মাধাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সভা

নওগাঁ রাণীনগর উপজেলার ৪৩নং মাধাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস জনিত কারনে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় স্কুল চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের জন্য শিক্ষকদের সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আজাহার আলী, সংরক্ষিত আসনের সদস্য জুলেখা বিবি, সহকারি শিক্ষক নুরুজ্জামান এবং ম্যানেজিং কমিটির কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, রেন্টু মোল্লা, রুবিনা বিবি ও শ্রী মনোরঞ্জন চন্দ্র প্রমূখ।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: