রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ধামইরহাটে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:২৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৪৯

ছবি: সমন্বয় সভা

নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন এর সভাপতিত্বে ও মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল আলম এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিস ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সৌজন্যে আইসিটি ডিভিশন এর অধীনে এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন কর্তৃক 'সেরা অনলাইন পারফর্মার' মনোনীত হওয়ায় নওগাঁ জেলার আইসিটি ফোরই এম্বাসিডর ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মাহমুদা আক্তারকে প্রাণঢালা অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী, মো. ইশতিয়াক আহমেদ, মো.আপেল মাহমুদ, মো. শফিউজ্জামান, রিতা রানী মহন্ত উপস্থিত ছিলেন।

এছাড়াও নওগাঁ জেলার শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবীরসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top