মহাদেবপুর থেকে প্রতিবন্ধী যুবক নিখোঁজ
 
                                নওগাঁর মহাদেবপুর থেকে সুজন হোসেন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী সাদ্দামের মোড় এলাকার কৃষক হামিদুর রহমানের ছেলে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী।
তার মা হাসনা হেনা জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সুজন বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ৪ বছর আগে আরও একবার নিখোঁজ হয়েছিল। এব্যাপারে মঙ্গলবার বিকেলে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
আরপি/এসআর-১২

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: