নওগাঁয় পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার
-2021-09-14-18-01-36.jpg)
নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে থেকে পলিথিন ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের বেলঘরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলঘরিয়া-স্বরুপপুর গ্রামীণ সড়কের পাশে এলাকাবাসী ওই শিশুর লাশ দেখতে পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার বয়স ১ দিন বলে ধারনা করা হচ্ছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, সন্ধ্যা ৭ টার দিকে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা লাশটি রেখে গেছে তা জানা যায়নি। থানায় অপমৃত্যু মামলা রুজু করে এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: