রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে ৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

ছবি: আটককৃত মাদক ব্যবসায়ী

নওগাঁর মহাদেবপুরে ঢাকাগামী আল নাফি পরিবহন থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ মামুন রেজা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার দিবাগত রাত ১০ টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আখেড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মামুন জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার মোল্লাপাড়া এলাকার আব্দুল গফফার এর ছেলে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, ঢাকার উদ্দেশে মাদক যাচ্ছে এমন সংবাদে উপজেলার আখেড়া এলাকার মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনের রাস্তায় চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব সদস্যরা। জেলার পত্নীতলা উপজেলার নজীপুর থেকে ছেড়ে আশা ঢাকাগামী আল নাফি পরিবহনে তল্লাসি করে বক্সের মধ্যে থাকা চাউলের বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top