রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ০৫:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৩২

ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১১সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমিনুল ইসলাম উপজেলার বেলঘরিয়া নামক গ্রামের মৃত কমির উদ্দিন মন্ডলের বড় ছেলে এবং ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের বোনের ছেলে।

এর আগে আমিনুল পাশ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিলেন। পথে জেলার খঞ্জনপুর নামক স্থানে একটি গরু বোঝায় ভটভটির সাথে সামনা সামনি সংঘর্ষ বাধে। এতে সে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেয়ার পথে সে মারা যান।

তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া। রোবরার পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

 

 

আরপি/এসআর-২৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top