রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:০১

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৯

প্রতীকী ছবি

নওগাঁ রাণীনগরে পানি সেচের মটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মাধাইমুড়ী গ্রামে এঘটনা ঘটে। নুরুজ্জামান ওই গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, নুরুজ্জামান তার বাড়ীর পার্শ্বে পুকুর শুকানোর জন্য বৈদ্যতিক মটর স্থাপন করে পানি সেচ দিয়ে তুলে ফেলছিল। পুকুরের পানি শুকানোর পর মটরের তার গোছিয়ে নেয়ার সময় স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন,ঘটনাটি শুনেছি। তবে এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top