রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ০৫:৫৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৩:০৬

ছবি: মতবিনিময় সভা

“বেশি বেশি মাছ চাষ করি. বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যেগ গ্রহনে আলোচনা সভায় সভাপত্বি করেন আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী রহমান, দপ্তর সম্পাদক সামছুজ্জামান সেন্টু,আত্রাই প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি শ্রী তপন কুমার, সাধারণ সম্পাদক সেন্টু, সাংবাদিক নাজমূল হক নাহিদ সহ আত্রাইয়ে কর্মরত সকল সাংবাদিকগন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ জানান, আত্রাইয়ে মৎস্য উৎপাদনে সারা দেশের মধ্যে সেরা। তাই এই উপজেলায় আরো বেশি মাছের চাষ বৃদ্ধি করতে সমন্বিত প্রকল্প নেয়া হয়েছে।মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা সপ্তাহ ব্যাপি কমসূচি নিয়েছি। আশা করছি এর মাধ্যমে মৎস্যজীবিরা আরো বেশি উদ্বুদ্ধ হবে মাছ চাষে।

 

 

আরপি/এসআর-২৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top