রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও পুরষ্কার বিতরণ


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ০৫:৩৬

আপডেট:
৪ মে ২০২৪ ০০:০৯

ছবি: পুরষ্কার বিতরণ

নওগাঁর পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র আয়োজন ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী শনিবার ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (পাবলিক মাঠে) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আমাইড় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডাঃ রফি ফয়সাল তালুকদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, মৎস কর্মকর্তা আবু সাঈদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরি, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান বিলাস প্রমূখ।

এ সময় ৪৪টি স্টল প্রদর্শন করা হয় এবং ১৮ জন খামারিকে পুরস্কার দেওয়া হয়।

 

আরপি/এসআর-২২



আপনার মূল্যবান মতামত দিন:

Top