মহাদেবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, ক্ষেত্র সহকারী আব্দুস সালাম সরদারসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা বলেন, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যাপক প্রচারনা, পোনা অবমুক্তকরণ, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সপ্তাহটি পালন করবেন তারা।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: