নওগাঁয় আটক ৮ বাংলাদেশীকে স্থানান্তর করেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে আটক ৮ বাংলাদেশীকে স্থানান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নওগাঁ ১৬ বিজিবি।
গত (মঙ্গলবার) ৫ নভেম্বর ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভন্তরে অবৈধ অনুপ্রবেশে করলে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের ফেরাতে বিএসএফের সাথে পতাকা বৈঠক এর আহ্বান করে বিজিবি। কিন্তু বৈঠকে সাড়া না দিয়ে আটকৃতদের বুধবার (৬ নভেম্বর) দুপুরে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করে বিএসএফ।
নওগাঁ ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু তারা ভারতের অবৈধ অনুপ্রবেশের করেছে। সে কারনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: