রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


‘নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ’ বিষয়ে আত্রাই পুলিশের সংবাদ সম্মেলন


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ১৪:৩৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৬:৪৩

ছবি: সংবাদ সম্মেলন

নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের প্রচারের বিষয়ে সংবাদ সন্মেলন করছে নওগাঁ জেলার আত্রাই থানা পুলিশ। শুক্রবার(২০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার সময় আত্রাই থানা হল রুমে আয়োজিত ভার্চূয়াল সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোজাম্মেল হক কাজী, উপ-পরিদর্শক দুরুল হুদা, উপ-পরিদর্শক হায়দার আলী, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদসহ স্থানীয় গণমাধ্যম কমীরা।

সংবাদ সম্মেলনে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে জনগনের কাঙ্খিত জন বান্ধব পুলিশ বাহিনী গঠনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি আরো বলেন,পুলিশের মহাপরিদশক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়ম ও পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নিবাচন করা হবে। নিয়োগের সময় চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সেটি সার্বক্ষনিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top