রাজশাহী বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


ধামইরহাটে মাদকসহ আটক এক


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২১ ২০:৪৭

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১০:৪১

ছবি: আটককৃত আসামী

নওগাঁর ধামইরহাটে মাদকসহ আশিদুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যায় উপজেলার আড়ানগর ইউনিয়নের প্রেমতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিদুল ইসলাম জেলার পত্নীতলা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির বলেন, "গোপন সংবাদে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের প্রেমতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এসময় সন্দেহমূলক আশিদুল ইসলামকে আটক করে শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়”।

তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।"

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top