রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


পত্নীতলায় জাতীয় শোক দিবসে বিজিবির ত্রাণ বিতরণ


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ২২:০১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৭:৩৯

ছবি: ত্রান বিতরণ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নে (১৪-বিজিবি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সামাজিক দূরুত্ব বজায় রেখে রবিবার সকাল সাড়ে ৯টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র ব্যবস্থাপনায় উপজেলা সদরে ১০০ জন গরীব দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি, আলু, লবন ও সাবান) বিরতণ করা হয়েছে।

উক্ত ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পত্নীতলা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন। পরিশেষে অধিনায়ক বলেন, পত্নীতলা ব্যাটালিয়ন সবসময় বিভিন্ন দুর্যোগে গরীব ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় পত্নীতলা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ রসুল আমিন উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top