রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ধামইরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ০০:১১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২৩:৫০

ছবি: প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) উপজেলার হাটনগর ফুটবল মাঠে এ প্রদর্শনী আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রদর্শনী কার্যক্রম উদ্বোধন করেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ওবায়দুল হক সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, দপ্তর সম্পাদক মো. আবু ইউসুফ মর্তুজা, প্যানেল মেয়র মেহেদী হাসান, কমিশনার আব্দুল হাকিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এসময় নতুন পুরোনো উদ্যোক্তা প্রায় ৪০ টি স্টলে গরু, মহিস, ছাগল, ভেড়া, পাখি, গাঁড়ল, বন্য পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এবং তাদের মাঝে সনদপত্র দেয়া হয়।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top