রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পত্নীতলায় বিশ্ব আদিবাসী দিবস পালিত


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ০৪:০৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০১

ছবি: আলোচনা সভা

"কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গিকারের
আহ্বান " প্রতিপাদ‍্য নিয়ে নওগাঁর পত্নীতলায় পালিত হয়েছে আর্ন্তজাতিক আদিবাসী দিবস - ২০২১। 

৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী যুব পরিষদ পত্নীতলা শাখার উদ‍্যােগে  রোববার উপজেলার যুব পরিষদ অফিসে দিবসটি পালিত হয়।

সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার আহবায়ক পরেশ টুডুর সভাপতিত্বে ও পত্নীতলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজিত পাহানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে আদিবাসী বীর শহীদসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ পাহান, গনমাধ্যমকর্মী দিলিপ চৌহান, এনজিও প্রতিনিধি বাবর আলী, এনজিও প্রতিনিধি জাহিদ আলী, পত্নীতলা উচ্চ বিদ্যালয় শিক্ষক শিরিশ টপ্য, পোরশা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আইচন পাহান, আদিবাসী নেতা হেমন্ত পাহান, ব্রতী প্রতিনিধি অনিতা রানী গুহ, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান প্রমুখ।

সভায় বক্তারা দেশের আদিবাসী সম্প্রদায়গুলোতে মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন, উচ্ছেদ, ভূমি দখল বন্ধ করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top