ধামইরহাটে কীটনাশক পানে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে কীটনাশক পানে রুবেল হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (৮ আগস্ট) রাত ৯টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মাণপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন এই এলাকার মৃত বিশা মন্ডলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, ওইদিন রাত ৯টায় রুবেল হোসেন কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করলে এক পর্যায়ে বাড়ির পাশে নদীর বাঁধের উপরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে সে মারা যায়। সে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও জানা গেছে। এর আগেও সে একাধিকবার আত্মহত্যা করা চেষ্টা করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস বাদল।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, "এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।"
আরপি/এসআর-০৫
বিষয়: ধামইরহাট কীটনাশক পান
আপনার মূল্যবান মতামত দিন: