ধামইরহাটে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
 
                                নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, ছাত্রনেতা নুর আলম বাবু, কাশ্মীর আহমেদ প্রমুখ।
আরপি/এসআর-০৯

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: