মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু
-2021-08-03-18-46-49.jpg)
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মলয় নীল সরকার। বয়স ৬৯ বছর। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের ছেলে।
জানা যায়, দুমাস আগে মলয় অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় করোনা পজেটিভ আসে। গত তিন সপ্তাহ আগে রিপোর্ট আসে নেগেটিভ। এরপর থেকে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে ফের রামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে উপজেলায় ১৭ জন মারা গেলেন।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: