রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসলাম গ্রেফতার


প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ০০:৪২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪০

নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ আসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৯ শত টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসলাম উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, মঙ্গলবার ভোরে রেলগেট এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ওবাইদুল করিম সঙ্গীয় এএসআই সোহেল মান্নান সেখানে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৯ শত টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top