রাজশাহী মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


রাণীনগরে প্রশিকার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ০০:২৮

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ১৬:৪৯

প্রশিকার মাস্ক বিতরণ। ছবি: রাজশাহী পোস্ট

প্রশিকার মাস্ক বিতরণ। ছবি: রাজশাহী পোস্ট

করোনা প্রতিরোধে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলাতেও চলছে কঠোর লকডাউন। চলমান কঠোর লকডাউন সফল করার লক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার সারাদিনব্যাপি আবাদপুকুর এলাকা, পার্শ্ববতী নওদুলী এলাকা ও চাঁপাপুর এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাইকিং এর মাধ্যমে সকল মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে।

এছাড়াও করোনায় সুরক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসময় সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়। আবাদপুকুর উন্নয়ন এলাকার আয়োজনে এদিন সকালে আবাদপুকুর উন্নয়ন এলাকা কার্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, আদমদীঘি-চাঁপাপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক জেকের আলী, আবাদপুকুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক রবিউল ইসলাম, নওদুলী শাখা ব্যবস্থাপক সহিদুল ইসলাম, চাঁপাপুর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, আবাদপুকুর শাখা ব্যবস্থাপক সেলিনা পারভীন ও আশরাফুল ইসলাম, কালীগ্রাম ইউপি সদস্য হেলাল উদ্দিন হেলু প্রমুখ।

 

আরপ/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top