রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


মহাদেবপুরের ৫ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ২১:২৭

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১১:২০

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় করোনায় কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে বিতরণের জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের পাঁচ হাজার ৫০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে এই অর্থ নগদ বিতরণ করা হবে। ইতিমধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, ২০২০-২০২১ অর্থবছরের জিআর (জেনারেল রিলিফ) প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার সদর, উত্তরগ্রাম, এনায়েতপুর, খাজুর, চাঁন্দাশ, সফাপুর, হাতুড় ও চেরাগপুর ইউনিয়নে এই অর্থ বিতরণ করা হয়। শনিবার ভীমপুর ও রোববার রাইগাঁ ইউনিয়নে বিতরণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top