রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


আত্রাইয়ে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অথ বিতরণ


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ০৩:৫৭

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:০৬

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে অতি গরমে ফসল ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে নগদ অথ বিতরণ করা হয়েছে। বৃহসস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসন, আত্রাই, নওগাঁর আযোজনে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৮ জন ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীকে তেরশত পঞ্চাশ টাকা ও ২ জন বাগান মালিককে চার হাজার একশত টাকা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।বিতরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা মোঃ কেরামত আলী, আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী ইসমাইল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলাআওয়ামী লীগ নেতা এসএম হাসান সেন্টুসহ উপজেলায় কমরত প্রিন্ট ও ইলেকট্রো মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top