রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


প্রকাশিত:
৭ জুলাই ২০২১ ০৪:২৮

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:১৯

ছবি: শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ

মহাদেবপুরে করোনাভাইরাস’র বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার-বুধবার দিনব্যাপী ইউএনও মিজানুর রহমান মিলনের তত্ত্বাবধানে উপজেলা ত্রাণসামগ্রী ক্রয়, প্যাকেটজাতকরণ ও বিতরণ কমিটির সভাপতি কৃষি অফিসার অরুন চন্দ্র রায় অটোরিকশা, সিএনজি চালক, চা বিক্রেতা, খুচরা ব্যবসায়ী এবং অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আম, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং সাবান।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মিজানুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দিতে পেরে সত্যিই আমরা আনন্দিত।

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top