রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত:
৩ জুলাই ২০২১ ১৯:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৮:৩৯

ফাইল ছবি

নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত দুইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।নিহতরা হলেন, আম ব্যবসায়ী রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে খলিল প্রামাণিক (৪০) ও ট্রাকের হেলপার কুষ্টিয়া জেলার শরিফুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁগামী সিমেন্টবাহী ট্রাক ও রাজশাহীগামী আমবাহী ট্রাকের মাঝে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আম ব্যবসায়ী ও আমবাহী ট্রাকের হেলপার।

নিহত আম ব্যবসায়ী খলিল প্রামাণিকের ভাই নূর মোহাম্মদ জানান, তার ভাই নওগাঁর সাপাহারে থেকে আমের ব্যবসা করে আসছিলেন। সাপাহার থেকে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন। এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিককেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top