রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পত্নীতলায় সাংসদের উদ্যোগে ৩১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান


প্রকাশিত:
২ জুলাই ২০২১ ০৬:১৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৭

ছবি: চিকিৎসা সামগ্রী প্রদান

পত্নীতলায় নওগাঁ-২ এর সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মানুষের সুষ্ঠ চিকিৎসা নিশ্চিত করতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিকল্পে শহিদুজ্জামান সরকারের ব্যক্তিগত ও উপজেলা পরিষদের এডিবি প্রকল্পের অর্থায়নে ৩১ টি অক্সিজেন সিলিন্ডার, ৩১ টি ফ্লো-মিটার, পর্যাপ্ত মাস্ক, গ্লোভস, স্যানিটাইজার প্রদান করা হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, সময়ের শ্রেষ্ঠ উপহার আমরা আন্তরিকতার সাথে আমাদের সাধ্যের মধ্যে উপজেলাবাসীকে স্বাস্থ্য সেবা প্রদান করতে বদ্ধ পরিকর। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্বাস্থ্য অধিদপ্তরের সকল কার্যক্রম শেষ পর্যায়ে অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে পারবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন, এমপি মহোদয়ের ব্যক্তিগত ও এডিবির প্রকল্পের ব্যয়ে অক্সিজেন সহ এসব সামগী প্রদান করা হয়েছে। তিনি সবাইকে করোনা মহামারী কালে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। 

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top