রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় অনলাইন অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ জুন ২০২১ ২৩:৫৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২০:৪৩

ফাইল ছবি

নওগাঁয় অনলাইন অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ কেন্দ্রে নওগাঁ জেলা প্রশাসকের সহযোগিতায় ও প্রভাতি মহিলা সমিতির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুস সালাম, ব্যুরো বাংলাদেশ নওগাঁ জোনের ম্যানেজার রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যর মধ্যে প্রভাতি মহিলা সমিতির নির্বাহী সম্পাদক নারী উদ্যেক্তা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আখতার, জননী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকরামুল ইসলাম, নারী উদ্যেক্তা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, সাংবাদিক মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলালসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।

এসময় অনলাইন অফিস ব্যবস্থাপনার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিন ব্যাপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যেক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ শেষে প্রভাতি মহিলা সমিতির উদ্যোগে সবার মাঝে মাক্স বিতরণ করা হয়।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top