রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


নওগাঁয় বিধিনিষেধ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ জুন ২০২১ ২৩:৫০

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৫০

ছবি: প্রস্তুতি সভা

নওগাঁয় করোনা সংক্রমণ প্রতিরোধে ১ তারিখ বৃহস্পতিবার হতে ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভার্চুয়ালী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার ১১ টি উপজেলা নিয়ে ভার্চুয়ালী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। আলোচনা সভায় সংযুক্ত থেকে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আ'লীগ সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, এবং নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের সাংসদবৃন্দ।

এসময় সাপাহার প্রান্তে উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা আ'লীগ সভাপতি শামসুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার থানার ওসি তদন্ত আল মামুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top