মহাদেবপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে ২৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহাদেবপুর-মাতাজিহাট সড়কের নুরাখাতি মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল করিম (৩৮), একই গ্রামের খোকার ছেলে শাহিন (২৭)।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে নুরাখাতি চারমাথা মোড়ে অভিযান চালিয়ে আব্দুল করিমের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৭ বোতল এবং শাহিনের ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/ এসআই
বিষয়: নওগাঁ মহাদেবপুর মাদক ব্যবসায়ী
আপনার মূল্যবান মতামত দিন: