রাজশাহী শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১


পত্নীতলায় নামেই লকডাউন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি


প্রকাশিত:
২৯ জুন ২০২১ ০৩:৩৭

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২

ছবি: প্রতিনিধি

চলমান করোনা মহামারির সংক্রমণ রোধে পত্নীতলা উপজেলা প্রশাসন সোমবার (২৮জুন) হতে বৃহস্পতিবার (১জুন) মধ্যরাত পর্যন্ত  লকডাউন ঘোষনা করে। উক্ত ঘোষনা অনুযায়ী ঔষুধের দোকান লকডাউনের আওতামুক্ত রাখা হয়। হোটেল রেস্তরার ক্ষেত্রে পার্শেলে খাবার বিক্রয় করার কথা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নজিপুর সদরে মক্কা ও মদিনা হোটেলে স্বাভাবিক নিয়মে খাবার পরিবেশন করেই চলছে।

সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পরে পত্নীতলা নির্বাহী অফিসার লিটন সরকারকে ৩টা ০৬ মিনিটে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বিকাল ৫টা পযর্ন্ত দায়িত্বরত কোন কর্মকর্তাকে দেখা যায়নি।

কথা বলার এক পর্যায়ে বেশ কয়েকজন অটোচালক ও ছোট দোকানদার আক্ষেপের সুরেই জানান বড়লোকদের দোকান খোলা থাকবে আর এই গরিবদের পেটে লাথি মেরে কি লাভ? যদিও নামেই লকডাউন কিন্তু যে উদ্দেশ্যে লকডাউনতা কোন ভাবেই মানা হয় না।স্বাস্থ্য বিধিও উপেক্ষিত।পুলিশ প্রশাসন শুধু চড়াও হয় ভ্যান ,রিক্সাওয়ালা, পান বিক্রেতাদের উপর,অস্থায়ীক্ষুদ্র ব্যবসায়ীদের উপর।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top