রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে মৎস্যজীবীদের মাঝে ছাগল ও মাছের খাদ্য বিতরণ


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ২২:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৩

ছবি: ছাগল ও মাছের খাদ্য বিতরণ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিকল্প আয় বর্ধক কর্মসূচির আওতায় ২০ জন জেলেদের বিনামূল্যে উন্নত জাতের ছাগল এবং ৬ জন প্রদর্শনী খামারীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থ বছরের ‘রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’ ও ‘ইউনিয়ন পর্যায়ে মাছচাষ প্রকল্পের’ আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান প্রমূখ। 

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top