রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সাপাহারে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ গ্রাম পুলিশরা


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ০০:৩২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:০৫

ছবি: প্রতিনিধি
নওগাঁর সাপাহারে 'আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা' শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট (এনআইএলজি)'র আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে উপজেলায় ৬ টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক প্রমূখ।
 
আরপি/ এস


আপনার মূল্যবান মতামত দিন:

Top