নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালকের মৃত্যু

নওগাঁ জেলার পত্নীতলায় মটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও চার্জার ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক উপজেলার আজমতপুর গ্রামের ইয়াছিন শেখের ছেলে।
থানা, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় ওই যুবক জমি-জমার রেজিস্ট্রির জন্য পত্নীতলা সাব রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম সাবেক পাবলিক মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক যুবক ও ভ্যান-চালক ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মটরসাইকেল চালক ওই যুবককে মৃত ঘোষণা করেন এবং ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো অভিযোগ না থাকায় স্বজনরা লাশ বাড়ীতে নিয়ে গেছে।
আরপি/এসআর-০৭
বিষয়: পত্নীতলা সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: