রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


মান্দায় আরও ২১ ভূমিহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই


প্রকাশিত:
২১ জুন ২০২১ ০৫:০৯

আপডেট:
৭ মে ২০২৪ ০৩:০২

ছবি: উদ্বোধনী অনুষ্ঠান

মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন নওগাঁ মান্দার ভূমিহীন ও গৃহহীন ২১ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে সরকারের অসহায় পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হয়।

রোববার (২০ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেমিপাকা ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরানুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, প্রথম ধাপে এই উপজেলায় ৯০ জন গৃহহীন পরিবারকে জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। এবং দ্বিতীয় ধাপে ২১ টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ সেমিপাকা ঘর দেওয়া হয় ।

 

আরপি/এসআর-৩০



আপনার মূল্যবান মতামত দিন:

Top