নওগাঁয় মাদকসহ আটক এক

নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ আব্দুস সামাদ (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মালশন বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সামাদ উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের মৃত সন্তেস আলী প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, থানার এসআই আব্দুল মুমিন সঙ্গীয় এএসআই ফিরোজ আলম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১.৫০ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৯ শত টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরপি/এসআর-১৪
আপনার মূল্যবান মতামত দিন: