রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নওগাঁয় ৯ ব্যক্তি করোনা আক্রান্ত


প্রকাশিত:
৭ জুন ২০২১ ০২:১০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

ছবি: প্রতিনিধি

নওগাঁয় পরীক্ষা মূলকভাব একদিনের জন্য বিনামুল্যে উন্মুক্ত করোনার এ্যন্টিজেন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ বলেছেন সমাজে লুকিয়ে থাকা লক্ষন বিহীন করোনা পরিজিটিভ ব্যক্তিদের শনাক্ত করন এবং এথেকে মানুষকে নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতে প্রাথমিকভাবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

নওগাঁ শহরের জেলা স্কুলে এবং অন্য ১০টি উপজেলায় একটি করে কেন্দ্রে ভ্রাম্যমান কর্মসূচীর মাধ্যমে এ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন নওগাঁ পৌরসভার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ কতৃক পরিচালিত জেলা সদরের এই ভ্রাম্যমান পরীক্ষা কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত ১৩৬ ব্যক্তির এ্যান্টিজেন পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়।

এদের মধ্যে ৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে জেলার অন্য ১০টি উপজেলায় নমুনা পরীক্ষার ফলাফলের রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top