মান্দায় রাতের আঁধারে সড়কে ঝরলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নওগাঁর মান্দায় রাতের আঁধারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও আফের আলীর ছেলে আলফাজ (৩২)।
শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো. আবুল কাসেম দেওয়ান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ মোটরসাইকেল নিয়ে কুসুম্বা এলাকায় এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।
আরপি / এমবি-২
বিষয়: মান্দা মোটরসাইকেল আরোহী
আপনার মূল্যবান মতামত দিন: