রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নওগাঁয় জেলা পুলিশের শপিংমল উদ্বোধন


প্রকাশিত:
১ জুন ২০২১ ১৯:২৩

আপডেট:
১ জুন ২০২১ ১৯:২৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহম্মেদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর চৌকশ নির্দেশনায় করোনাসহ দেশের যে কোন পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী।

সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে পুলিশ হেড কোয়ার্টার থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে নওগাঁয় জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটি’র অত্যাধুনিক শপিং মলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

নওগাঁ শহরের বঙ্গাবাড়িয়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানস্থলে সভাপতিত্ব করেন নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম। ভার্চূয়ালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোঃ তৈয়ব উদ্দিন আহম্মেদ। নওগাঁ অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম এবং নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এছাড়াও এ অনুষ্ঠানে দেশের সকল পুলিশ সুপার, পুলিশ বাহিনীর সকল ইউনিট প্রধানগণ ভার্চূয়ালী যুক্ত ছিলেন।

প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহম্মেদ বলেছেন, এখন পুলিশ বাহিনীর সকল সদস্য সম্মানজনক বেতন ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে বহুবিধ উদ্যোগ গ্রহল করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভুমিকা রেখেছে তেমনই এখন তাঁরই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে ভুমিকা রাখতে হবে।

পুলিশের সাবেক আইজিপি নওগাঁ শহরের অভিজাত এবং নিরিবিলি বলে খ্যাত বাঙ্গাবাড়িয়া এলাকায় তাঁর নিজস্ব ৪৬ শতাংশ সম্পত্তি জেলা পুলিশকে দান করেন। সেই সম্পত্তির উপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে এই শপিংমল নির্মাণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে এই শপিংমল-এর পার্শ্বে অন্য অংশে একটি আধুনিক মানের ভবন নির্মাণ করা হবে। যেখানে থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টার, পুলিশ ম্যাচ এবং বাণিজ্যিক ফরমেশনসহ বিভিন্ন কার্যক্রম।

 

 

আরপি/এসআর-০২


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top