রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত:
২৯ মে ২০২১ ০৪:৩৭

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ২২:৪১

ছবি: সংগৃহীত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া, গোয়ালা ইউপি চেয়ারম্যান মুকুল আমিন, শিরন্টি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, নুরল হক মাস্টার উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা প্রমূখ।

উদ্বোধনী খেলায় অংশ নেন পাতাড়ী ইউনিয়ন বনাম গোয়ালা ইউনিয়ন বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। ওইদিন ২য় ম্যাচে শিরন্টি ইউনিয়ন বনাম তিলনা ইউনিয়ন বালক অনুর্ধ্ব-১৭ মধ্যকার মোট চারটি দলের অংশ গ্রহনে দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

 

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top