ডোবার পানিতে পরে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ডোবার পানিতে পরে আবু রায়হান (২৫) নামের এক মানষিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শীবপুর কাঁঠালপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার গোলাম হোসেনের ছেলে।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক জানান, মানসিক ভারসাম্যহীন অবস্থায় আবু রায়হান ওই এলাকার বিভিন্ন স্থানে নিজ ইচ্ছেমত ঘুরাফেরা করতো। তারই প্রেক্ষিতে সকালে বাড়ির পূর্ব দিকে ফসলী জমির মাঠ সংলগ্ন একটি ডোবা পার হতে গিয়ে ডোবার পানিতে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
লোক মুখে জানা গেছে ওই যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সে কারণে তার মৃত্যু হয়েছে বলে সবাই ধারণা করছেন। পরে সন্ধ্যায় নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়।
আরপি/এসআর-১৬
আপনার মূল্যবান মতামত দিন: